নিজস্ব সংবাদদাতাঃ প্রথম প্রেমের মতোই প্রথম বার যৌনমিলনকে বড্ড বেশি রোম্যান্টিসাইজ করা হয় সমাজে। মেয়েরা ভাবতে শেখে প্রথমবারটা দারুণ অভিজ্ঞতা হবে, হতেই হবে। যাঁর সঙ্গে হবে, সেও জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠবে। আদপে সেটা না-ও হতে পারে। হয়তো কম বয়সে এমন কোনও মানুষের সঙ্গে আপনার যৌন সম্পর্ক তৈরি হল, যে পরবর্তীকালে একদম বদলে গেল। সম্পর্ক ভেঙে গিয়ে যে যার পথে চলে গেলেন। সেই ব্যক্তি আপনার জীবনে কোথাও আর রইলেন না। এমন হওয়াটাই সবচেয়ে স্বাভাবিক।