নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার রাতেই মুম্বইতে লাইনচ্যুত হল ১১০০৫ দাদার- পুদুচেরি এক্সপ্রেস। জানা গিয়েছে মুম্বইয়ের মাতুঙ্গা ও দাদর স্টেশনের মাঝে শুক্রবার রাতে এই এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। রেলমন্ত্রক সূত্রে খবর, শুক্রবার রাত ৯ টা ৪৫ মিনিট নাগাদ পুদুচেরি এক্সপ্রেসের ৩ টি বগি লাইনচ্যুত হয়ে যায়। জানা গিয়েছে পুদুচেরির দিক থেকে রওনা দিয়ে ট্রেনটি দাদরের উদ্দেশে যাচ্ছিল। মাঝপথেই ট্রেনটি মুম্বইয়ের মাতুঙ্গা স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। তবে এই রেল দুর্ঘটনায় এখনও অবধি কোনও আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি।