নারী নির্যাতন রুখতে উইনার্স টিম গঠন করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নারী নির্যাতন রুখতে উইনার্স টিম গঠন করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট

নিজস্ব সংবাদদাতাঃ মাটিয়া, মালদহ, হাঁসখালি, বোলপুর, শান্তিনিকেতন – রাজ্যজুড়ে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। তা নিয়ে উত্তাল গোটা রাজ্য। জারি রাজনৈতিক টানাপোড়েন। তবে নারী নির্যাতন রুখতে তৎপর প্রশাসন। কলকাতা পুলিশের ধাঁচে এবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটও উইনার্স টিম গঠন করল। বিশেষ মহিলা পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা ২১। নববর্ষে দক্ষিণেশ্বর মন্দির থেকে উইনার্সের যাত্রা শুরু হয়। গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চলে উইনার্সের সদস্যরা বাইক বা স্কুটিতে চড়ে বিভিন্ন প্রান্তে টহলদারি চালাবে। বিশেষ করে ইভটিজিং, শ্লীলতাহানি, ছিনতাইয়ের মতো ঘটনাকে প্রতিহত করবে। বিভিন্ন স্কুল-কলেজ চত্বরে এবং মহিলারা বিপদে পড়তে পারেন এমন সম্ভাব্য স্থানগুলোতে ঘুরবেন এই প্রমিলা বাইক বাহিনীর সদস্যরা। নারী নির্যাতনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেবে ওই পুলিশ বাহিনী। তারাই জানাবে স্থানীয় থানাকে। উইনার্সের তৎপরতায় ব্যারাকপুর শিল্পাঞ্চলে নারী নির্যাতন কমবে বলেই আশা। ব্যারাকপুর শিল্পাঞ্চলের নারী এবং শিশুরাও নিরাপত্তা পাবে।