New Update
/anm-bengali/media/post_banners/LsubmS2aEYFew9ao6p9x.jpg)
নিজস্ব সংবাদদাতা : করোনা এখনও রাজ্য ছাড়া হয়নি। এরই মধ্যে বিহারে চোখ রাঙাচ্ছে বার্ড ফ্লু। সুপালের চাপকাহিতে পোল্ট্রি বার্ডের মধ্যে ধরা পড়েছে রোগটি। পশুপালন বিভাগের আধিকারিক রাম শঙ্কর ঝা জানিয়েছেন, 'আমরা পাখির অস্বাভাবিক মৃত্যুর তথ্য পেয়েছি, নমুনা সংগ্রহ করা হয়েছে। যেহেতু সেই পাখিগুলোর রিপোর্ট পজিটিভ এসেছে, ১কিমি ব্যাসার্ধের মধ্যে পাখি মারা হচ্ছে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us