নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। নদীয়ার হাঁসখালির পর এবার শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। মেলা থেকে ফেরার পথে তুলে নিয়ে গিয়ে তাকে তিন চার জন মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন, ‘‘আমরা একটা অভিযোগ পেয়েছি। তদন্ত হচ্ছে। মেলা থেকে ফেরার পথে তিন চার জন ছেলে ওই নাবালিকার উপর অত্যাচার চালিয়েছে বলে অভিযোগ। মেডিকেল পরীক্ষা করা হয়েছে। আমরা তদন্ত করছি।’’