যুদ্ধের মধ্যেই হৃদরোগে আক্রান্ত রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
যুদ্ধের মধ্যেই হৃদরোগে আক্রান্ত রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী!

নিজস্ব সংবাদদাতাঃ গত কয়েক দিন ধরেই কোনও খোঁজ ছিল না রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর। অবশেষে জানা গেল গুরুতর অসুস্থ রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। এবং সূত্রের খবর, তিনি স্বাভাবিক কারণে অসুস্থ হননি। এর পিছনে রয়েছে অন্য কারণ। আসলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে এখনও পর্যন্ত  সেভাবে সফল নয় রাশিয়া। যুদ্ধ দেড় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও কবজায় আনা যায়নি কিয়েভকে। এই কারণেই পুতিনের সঙ্গে নাকি সম্পর্কে ফাটল ধরেছে তাঁর ঘনিষ্ঠ সেনানায়ক ও পরামর্শদাতাদের। মনে করা হচ্ছে, পরিস্থিতির চাপেই নাকি এই অবস্থা রুশ প্রতিরক্ষামন্ত্রীর। এদিকে এমনটাও শোনা যাচ্ছে, যুদ্ধে সেভাবে সফল না হতে পারার কারণে ২০ জন রুশ সেনানায়ককে গ্রেপ্তার করা হয়েছে পুতিনের নির্দেশে।