ঝালদা কাউন্সিলর খুনে নয়া তথ্য

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ঝালদা কাউন্সিলর খুনে নয়া তথ্য

নিজস্ব সংবাদদাতাঃ ঝালদার কাউন্সিলর তপন কান্দুকে খুন করতে ঝাড়খণ্ড থেকে ভাড়া করে আনা হয়েছিল শার্প শুটার। সেই শার্প শুটারকে ভাড়া করেছিল কলেবর সিং। ঝালদা কাউন্সিলর খুনে এবার নয়া তথ্য সিবিআই-এর হাতে। তদন্তকারীরা জানতে পেরেছে, খুনের আগে ঘটনাস্থল রেইকি করতে এসেছিল কলেবর। তাকে আগেই গ্রেফতার করা হয়েছিল। এবার সেই কলেবরকে জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। তদন্তকারীরা জানতে পেরেছেন, কাউন্সিলর খুনে ঝাড়খণ্ড থেকে শার্প শুটার ভাড়া করেছিল অভিযুক্ত কলেবর সিংহ। শার্প শুটার ১ লক্ষ টাকার অস্ত্র ভাড়া করেছিল। সেই অস্ত্রও ঝাড়খণ্ড থেকে আনা হয়েছিল। ঘটনার দিন সুযোগ বুঝে তপন কান্দুকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি চালানো হয়। চতুর্থ গুলিটি বেরোনোর আগে বন্দুকের নলে আটকে যায়। এরপরই পালিয়ে যায় অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় তখন মাটিতে পড়ে তপন কান্দুর নিথর দেহ। এরপর ওই শার্প শুটারকে বাইকে করে ঝাড়খণ্ডে পৌঁছে দিয়ে আসে কলেবর। সেই শার্প শুটারের খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।