/anm-bengali/media/post_banners/xcBGIamhcPhYAjRFEQ0j.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রাজধানীতে প্রত্যেকদিনই একটু একটু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা বাড়ল আরও। দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩২৫। বুধবার এই সংখ্যাটা ছিল ২৯৯। তবে গত কয়েকদিনে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে, সংক্রমণের রেখাচিত্র উর্ধ্বমুখী হওয়ায় আশঙ্কার মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। এক সপ্তাহের মধ্যে করোনার পজিটিভিটি রেটও বেড়ে গিয়েছে দিল্লিতে। সপ্তাহ খানেক আগেই পজিটিভিটি রেট ছিল ০.৫ শতাংশ। সেটাই এবার বেড়ে হয়েছে ২.৩৯ শতাংশ। চিকিৎসকেরা বলছেন, এখনও আতঙ্কের কারণ নেই, তবে সতর্ক থাকতে হবে অনেক বেশি। পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। আগামী ২০ এপ্রিল কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকে বসবে দিল্লির বিপর্যয় মোকাবিলা দফতর। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে কী ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে আলোচনা হবে। আর সেই বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন ছাড়াও উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া ও লেফট্যানেন্ট গভর্নর অনিল বাইজাল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us