​নিজস্ব সংবাদদাতাঃ এই মুহূর্তে নাবি মুম্বইয়ের বুকে মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস। রাজস্থানের হয়ে ওপেন করতে নেমেছিলেন বাটলার ও পাড়িক্কাল। কিন্তু মাঠে নেমেই কোনো রান করা ছাড়াই প্যাভিলিয়নের পথে হাঁটলেন পাড়িক্কাল। এই মুহূর্তে পিচের দায়িত্বে আছেন বাটলার ও অশ্বিন। রাজস্থানের স্কোরবোর্ড বলছে ১উইকেটে ৫৬ রান।