নিজস্ব সংবাদদাতাঃ পয়লা বৈশাখের প্রাক্কালে ফের স্বস্তি। রাজ্যের কোভিড গ্রাফ আরও নিম্নমুখী। ফের মৃত্যুশূন্য বাংলা। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ জন। বুধবার যা ছিল ১৮। অর্থাৎ দৈনিক সংক্রমণের গ্রাফ আরও নিম্নমুখী। বাড়ছে সুস্থতার হার। এই মুহূর্তে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৩ জন। এনিয়ে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ১৯,৯৬,১৭৬। মহামারী প্রাণ কেড়েছে ২১,২০০ জনের। কমছে পজিটিভিটি রেট।