শিশু পাচার চক্রের চাঁই ‘অনু ভাবি’ ধরা পড়ল হিন্দমোটরে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
শিশু পাচার চক্রের চাঁই ‘অনু ভাবি’ ধরা পড়ল হিন্দমোটরে

নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের জালে কলকাতা ও শহরতলির একাধিক অসামাজিক কর্মকাণ্ডের অন্যতম চাঁই ‘অনু ভাবি’ ওরফে অনিতা ঝুনঝুনওয়ালা। বুধবার রাতে উত্তরপাড়া থানার পুলিশের সাহায্যে হিন্দমোটরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। দেহ ব্যবসা, শিশু পাচার সহ বহু অভিযোগ আগে থেকেই রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে বালুরঘাটে একটি সদ্যোজাত শিশুকে বিক্রি করতে গিয়ে ধরা পড়েছিলেন এক ব্যক্তি। সেই সময় তাঁর সঙ্গে থাকা আরও তিন জন পালিয়ে যান। গোটা ঘটনার তদন্তে নামে দক্ষিণ দিনাজপুর পুলিশ। ধৃতদের কাছ থেকে খবর পেয়ে কুখ্যাত এই ‘অনু ভাবিকে’ গ্রেফতার করতে বুধবারই উত্তরপাড়া আসে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের একটি বিশেষ দল। রাতের বেলা ভদ্রকালীর টিএন মুখার্জি রোডের একটি জায়গায় উত্তরপাড়া থানার পুলিশকে নিয়ে হানা দেয় দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের বিশেষ দল। সেখানেই পুলিশের জালে ধরা পড়ে অনিতা। জানা গিয়েছে, অসামাজিক কাজের চাঁই ‘অনু ভাবির’ অন্যতম ঘাঁটি কলকাতার বড়বাজার এলাকা। এছাড়াও সত্যনারায়ণ পার্ক এলাকাতেও অবাধ আনাগোনা ছিল তার। সম্প্রতি নিজের প্রভাব বিস্তার করে হিন্দমোটরেও। কাজের জন্য তৈরি করে নিজস্ব দল। সেখান থেকেই ‘অনু ভাবি’ হয়ে ওঠে ‘অনু রানি’।