নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল বৃহস্পতিবার একটি বিবৃতিতে বলেন, "ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের ফলে প্রায় ১৯৭ জন শিশু মারা গেছে এবং ৩৫১ জন আহত হয়েছে। বিবৃতিতে বলা হয়, কিয়েভ অঞ্চলের হোস্টোমেল ও বুচায় ১৭ বছর বয়সী এক কিশোরের দগ্ধ মৃতদেহ সহ ৪ থেকে ১০ বছর বয়সী শিশুদের মৃতদেহ পাওয়া গেছে। বিবৃতিতে আরও বলা হয়, কিয়েভ অঞ্চলের ডিটিয়াটকি গ্রামের কাছে চেরনোবিল অঞ্চলে এক বাবা ও তার নাবালক ছেলে নিহত হয়। ক্রেমাতোরস্ক রেল স্টেশনে রুশ হামলার ফলে সাত শিশু নিহত হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।