আম্বেদকরকে শ্রদ্ধা জানাতে বড় ঘোষণা কেজরিওয়ালের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আম্বেদকরকে শ্রদ্ধা জানাতে বড় ঘোষণা কেজরিওয়ালের



নিজস্ব সংবাদদাতাঃ একদিকে যখন গোটা দেশ ডাঃ বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী পালন করছে সেখানে বড় ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'বিশেষ উৎকর্ষের সমস্ত ৩০ টি স্কুল এখন ডঃ বিআর আম্বেদকর স্কুল অফ স্পেশালাইজড এক্সিলেন্স নামে পরিচিত হবে। ডঃ বিআর আম্বেদকর শিক্ষার উপর সর্বাধিক জোর দিয়েছিলেন এবং তাঁর নামে আমাদের সেরা স্কুলগুলির নামকরণের চেয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের এর চেয়ে ভাল উপায় আর কী হতে পারে'।