/anm-bengali/media/post_banners/YoQoOzq9TYnXrXBlXK7A.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আইপিএলে ফেরা তো দূরের কথা। টি-২০ বিশ্বকাপের আগেও দীপক চাহারের চোট সেরে ওঠা নিয়ে রীতিমতো সংশয় তৈরি হয়ে গেল। সূত্রের দাবি, আরও অন্তত মাস চারেক মাঠের বাইরে থাকতে হতে পারে টিম ইন্ডিয়ার পেসারকে। সেটা আরও বাড়তে পারে। সেক্ষেত্রে টি-২০ বিশ্বকাপেও তাঁর খেলা নিয়ে সংশয় তৈরি হয়ে গিয়েছে। ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পান দুরন্ত ফর্মে থাকা দীপক চাহার। তারপর শ্রীলঙ্কা সিরিজে খেলতে পারেননি তিনি। আশা ছিল আইপিএলের মাঝপথে প্রত্যাবর্তন হতে পারে সিএসকের পেসারের। সেইমতো এনসিএ-তে গিয়ে রিহ্যাবও শুরু করে দিয়েছিলেন তিনি। কিন্তু সেই রিহ্যাব চলাকালীনই ফের চোট পান চাহার। এনসিএ সূত্রের খবর, নতুন করে চোট পাওয়ায় চাহারের আইপিএলে প্রত্যাবর্তনের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, টি-২০ বিশ্বকাপেও তাঁর খেলা নিয়ে সংশয় তৈরি হয়ে গিয়েছে। এনসিএ সূত্রের খবর, চাহারের চোট গুরুতর এবং সারিয়ে উঠতে সময় লাগবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us