নিজস্ব সংবাদদাতাঃ বেশিরভাগ মানুষের টমবয় মেয়েদের নিয়ে নানা রকমের ভুল ধারণা থাকে। অনেকে মনে করেন বেশিরভাগ টমবয় মেয়েরা লেসবিয়ান হয়ে থাকে। কিন্তু এটা একেবারেই ভুল। টমবয় মেয়েদের সাজ পোশাক দেখে মানসিকতা বিচার করবেন না। তাঁরাও কিন্তু প্রেমিক চায়। কিন্তু আর পাঁচটা মেয়ের মতো করে তাঁরা নেলপলিশ, লিপস্টিক , চুড়ি পরে আপনার মন করতে পারবেন না। কিন্তু বিছানায় টমবয় মেয়েরা বেস্ট সেক্স দিয়ে আপনার শরীর-মন সব জয় করে নেবে।