​
নিজস্ব সংবাদদাতাঃ এই মুহূর্তে মুম্বইয়ের মহারাষ্ট্র স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে পাঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। পাঞ্জাব মুম্বইকে ১৯৮ রানের লক্ষ্য দিয়েছে। কিন্তু মাঠে ওপেন করতে নামার কিছুক্ষণের মধ্যেই প্যাভিলিয়নের পথে হাঁটা দিলো দুই ওপেনার। রোহিত শর্মা রাবাডার বলে আউট হলেন। আড় তার কিছুক্ষণ পরেই ঈশাণ কিষাণ বৈভব আরোরা-র বলে আউট হলেন। এই মুহূর্তে মুম্বইয়ের স্কোরবোর্ড বলছে ৩৩রানে ২ উইকেট।