সেরা বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে এটি একটি

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সেরা বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে এটি একটি

নিজস্ব সংবাদদাতাঃ আপনি কি আপনার সন্তানকে উচ্চমাধ্যমিকের পর স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার জন্য বিদেশের কোনও বিশ্ববিদ্যালয়ে পাঠাতে চান? তবে বুঝতে পারছেন না বিদেশের কোন বিশ্ববিদ্যালয় আপনার সন্তানের জন্য সঠিক হবে? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য।
স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার জন্য বিশ্বের অন্যতম বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে একটি 'কুইনস ইউনিভার্সিটি'। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে সেরা বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে অন্যতম এই বিশ্ববিদ্যালয়। সেপ্টেম্বর থেকে এই আগস্ট-ইউনিভার্সিটিতে ভর্তি প্রক্রিয়া চালু হয়। বিশ্বের দরবারে ৪৩ নম্বরে রয়েছে এই বিশ্ববিদ্যালয়।
খরচ- এই বিশ্ববিদ্যালয়ের টিউশন খরচ প্রায় ৬,৫০০ ক্যানাডিয়ান ডলার। 




আরও বিস্তারিত জানতে ইউনিভার্সিটির ওয়েব সাইট ভিসিট করুন ( https://www.qub.ac.uk/campaign/mhls/pg/eco-sustain/?utm_source=google&utm_medium=cpc&utm_campaign=mhls_intl_pgt_eco_22_23&utm_content=14999802601&gclid=CjwKCAjw6dmSBhBkEiwA_W-EoM1LF4BGlYAh2ZOKcjxihnBMso8YV9cTTc3oa6Rha8Ofs5xboVgq6hoCaBgQAvD_BwE )।