/anm-bengali/media/post_banners/TLoV78JnJaA7vRYBR9S4.jpg)
নিজস্ব প্রতিনিধি:ঠিক সময়ে টিকা না নিলে জার্মান নাগরিকদের শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা।
দেশটির শাসক জোটের শরিক দলের স্বাস্থ্য বিশেষজ্ঞ কার্ল লাউটারবাখ টিকার অ্যাপয়েন্টমেন্ট বাতিলের শাস্তি হিসেবে আর্থিক জরিমানার ডাক দিয়েছেন। তার মতে, এমন ‘দায়িত্বজ্ঞানহীন’ আচরণের কারণে মূল্যবান টিকা ফেলে দিতে হতে পারে।
তিনি নিজে এক টিকাদান কেন্দ্রে কাজ করে এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছেন।
জার্মানিতে ইতিমধ্যে ৫৫ শতাংশেরও বেশি মানুষ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন এবং প্রায় ৪০ শতাংশ সব ডোজ পেয়ে গেছেন।
জার্মানিতে প্রতি এক লাখ মানুষের মধ্যে করোনা সংক্রমণের গড় সাপ্তাহিক হার পাঁচে নেমে আসার ফলে অনেক মানুষ করোনা সংকট পুরোপুরি কেটে গেছে বলে মনে করছেন। জনজীবন আগের তুলনায় অনেক বেশি স্বাভাবিক হয়ে ওঠায় টিকা নেবার তাগিদ অনুভব করছেন না কিছু মানুষ।
আরও খবরঃ https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=8746 / https://anmnews.in/Home/GetNewsDetails?p=8739
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us