New Update
/anm-bengali/media/post_banners/DIsN9Gn5yMY0h3JXTm9F.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সকাল সকাল ভূমিকম্পে কাঁপল আলাস্কা। ভূমিকম্প অনুভূত হয়েছে আলাস্কার তানানায়। বুধবার সকাল ৭ টা বেজে ৫৫ মিনিট ৪ সেকেন্ডে কেঁপে ওঠে তানানা। ভূমিকম্পের মাত্রা ছিল ২.২ ম্যাগনিটিউড। তানানা থেকে ৬৫.২৫৫ ডিগ্রি উত্তর এবং ১৫২.৪৮১ ডিগ্রি পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল। ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us