/anm-bengali/media/post_banners/p6gThmCvHR5tY9WFKTfs.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ হাঁসখালি-কাণ্ডে কিশোরীর ওপর নির্যাতনের ঘটনাকে ধর্ষণ বলা যায় কি না, তা নিয়ে সোমবার প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মামলার তদন্তভার দেওয়া হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে। মঙ্গলবার সকালেই ওই মামলার শুনানি হয়। রায়দান স্থগিত রাখা হয়েছিল। পরে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। অবিলম্বে ওই মামলা সংক্রান্ত নথি সিবিআই আধিকারিকদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে। পাশাপাশি পরিবারকে নিরাপত্তা দেওয়ার কথাও বলা হয়েছে। নদিয়ার হাঁসখালিতে ১৪ বছরের এক কিশোরীকে নির্যাতনের অভিযোগ ওঠে। যে দিন ওই ঘটনা ঘটেছে বলে অভিযোগ, সেই রাতেই মৃত্যু হয় কিশোরীর। হাঁসখালির ঘটনার পরই তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। তবে এদিন ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়েছে, ওই ঘটনায় যাতে নিরপেক্ষ তদন্ত হয় এবং তদন্তে আস্থা রাখে পরিবার, স্থানীয় মানুষ ও রাজ্যের বাসিন্দারা, তাই সিবিআই-কে তদন্তভার দেওয়া হচ্ছে। যে সব অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, তাঁদেরকেও সিবিআই-এর হাতে তুলে দিতে হবে। আগামী ২ মে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আর সে দিন প্রাথমিক রিপোর্ট পেশ করতে হবে সিবিআই-কে। প্রধান বিচারপতির নির্দেশে হবে তদন্ত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us