টানা ৯ দিন করোনায় মৃত্যুহীন রাজ্য

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
টানা ৯ দিন করোনায় মৃত্যুহীন রাজ্য

নিজস্ব সংবাদদাতাঃ দু’বছর পর করোনা আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে বাংলা। নববর্ষের আগে চেনা ভিড় দেখা মিলছে রাস্তায় রাস্তায়। সকাল-বিকেল স্কুল-কলেজের সামনে ভিড়। এমন পরিস্থিতিতে টানা ৯ দিন করোনায় মৃত্যু শূন্য রাজ্য। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ২০ জন। যা সোমবার তুলনায় কিছুটা বেশি। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৭ হাজার ৭১৫ জন। তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৬ হাজার ৯৪ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার বেড়ে ৯৮.৯৩ শতাংশ। করোনার দৈনিক পজিটিভিটি রেট কমে হয়েছে ০.২০ শতাংশ। এখনও পর্যন্ত এ রাজ্যে মারণ ভাইরাসের বলি ২১ হাজার ২০০ জন।