নিজস্ব সংবাদদাতাঃ আসানসোল কেন্দ্রে রবীন্দ্র ভবন বুথে, বুথ নাম্বার ২৮১/৩৮-এ ভোট দান করলেন সিপিআইএম প্রার্থী পার্থ মুখার্জী। ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক অভিযোগ জানান পার্থ মুখার্জী। তিনি জানান, বেশকিছু জায়গায় তাঁদের পোলিং এজেন্টদের মেরে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি ভোটারদের খাবার দিয়ে প্রভাবিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন পার্থ মুখার্জী।