/anm-bengali/media/post_banners/gqu2mA1gPSZucMEUdhjn.jpg)
সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব বিক্ষোভ প্রদর্শন আলিপুরদুয়ারের জেলা কংগ্রেসের। আলিপুরদুয়ারের বিভিন্ন পাম্প গুলোতে রীতিমতো শুয়ে এবং থালা বাজিয়ে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস কর্মীরা। সেঞ্চুরি পেরিয়ে পেট্রোলের দাম এখন উর্ধমুখী। প্রতিদিনই বাড়ছে পেট্রোল,ডিজেলের দাম। সাধারণ গ্রাহকরা এজন্য ক্ষুদ্ধ। সোমবার আলিপুরদুয়ার সুভাষপল্লী পেট্রোল পাম্পে অভিনব প্রতিবাদ কর্মসূচিতে সামিল হল আলিপুরদুয়ারের কংগ্রেস কর্মীরা। এদিন মোদী ঘুমোচ্ছে আর তেলের দাম ১০০ ছাড়িয়ে যাচ্ছে। এই শ্লোগানকে সামনে রেখে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয় কংগ্রেস কর্মীরা।
আলিপুরদুয়ারে আজ পেট্রোল ১০০.৯০ পয়সা।গতকাল ছিল ১০০.৫১ পয়সা। ৩৯ পয়সা বেড়েছে।
ডিজেল আজ ৯৩.২৬ টাকা। গতকাল ছিল ৯৩.০১ পয়সা। বেড়েছে ২৫ পয়সা।
এক্সর্টা প্রিয়িয়াম গতকাল ছিল ১০৪.৬১ পয়সা। আজ ১০৫ টাকা। বেড়েছে ৪৪ পয়সা।
আরও খবরঃ https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=8746 / https://anmnews.in/Home/GetNewsDetails?p=8739
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us