ভুয়ো ওপিনিয়ন পোল বানিয়ে মানুষের মনে প্রভাব ফেলছে তৃণমূলঃ অগ্নিমিত্রা পাল

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ভুয়ো ওপিনিয়ন পোল বানিয়ে মানুষের মনে প্রভাব ফেলছে তৃণমূলঃ অগ্নিমিত্রা পাল

রাহুল পাসোয়ান, আসানসোলঃ সংবাদপত্রে ভুয়ো ওপিনিয়ন পোল বানিয়ে মানুষের মনে প্রভাব ফেলার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। আর সেই পরিপ্রেক্ষিতে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করলেন আসানসোল লোকসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তার দাবি দুটি সংবাদপত্রের ডিজিটাল মাধ্যমের নামে ভুয়ো পোষ্ট করে ওপিনিয়ন পোল মাধ্যমে দেখিয়েছে তৃণমূল প্রার্থী অনেক ভোটের শতকরা হিসেবে এগিয়ে আছে। অগ্নিমিত্রার দাবি এরকম ধরনের ওপিনিয়ন পোল হয় না। যেটা হয় সেটা হচ্ছে ভোটের পরে এক্সিট পোল করা হয়। কিন্তু ভোটের আগে কোনও ধরনের পরিসংখ্যান দিয়ে সমীক্ষা হয়না এবং এই ফেক পোস্ট সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কর্মীরা ছড়াচ্ছে বলে অভিযোগ। অগ্নিমিত্রা পাল জানান, এটা মানুষের মনে প্রভাব ফেলতে পারে। তিনি অবিলম্বে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানান। অন্যদিকে বিষয়টিকে কটাক্ষ করেছেন আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। তাঁর দাবি অতিরিক্ত গরমের কারণে উনি প্রচারে বেরোতে পারেননি। সেই কারণে এইভাবে প্রচারের আলোয় আসতে চাইছেন।