পুরনো ঝালদা থানায় আগুন, চাঞ্চল্য ছড়াল এলাকায়

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পুরনো ঝালদা থানায় আগুন, চাঞ্চল্য ছড়াল এলাকায়

দিগবিজয় মাহালী,পুরুলিয়াঃ পুরনো ঝালদা থানায় আগুন। হঠাৎ করে আগুন লাগায় তীব্র চাঞ্চল্য ছড়ায় ঝালদা শহরে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১টি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি ঘটে ১১ ই এপ্রিল দুপুর নাগাদ। নতুন ঝালদা থানা বিল্ডিং শহর থেকে একটু দূরে স্থানান্তর হলেও পুরনো ঝালদা থানায় এখনো রয়েছে পুলিশ ব্যারাকে, রয়েছে পুলিশের কোয়াটার। পুরানো থানা ক্যাম্পাসের ভেতর হঠাৎ করেই আগুন লেগে যায়। বাজেয়াপ্ত করা দাঁড়িয়ে থাকা প্রায় ৪০ টি বাইক এই আগুনে ভষ্মিভূত হয়ে যায়। বিষয়টি নিয়ে ডিউটিতে থাকা পুলিশ কর্মী বলেন, ‘অন্নপূর্ণা পূজোর একটি শোভাযাত্রা যাওয়ার সময় পটকা ফাটানো হচ্ছিল। সেই শোভাযাত্রা পেরিয়ে যাওয়ার পরেই দাউদাউ করে জ্বলে ওঠে পুরনো থানা।’সন্দেহ করা হচ্ছে হয়তো পটকার আগুন থেকে থানা ক্যাম্পাসে আগুন লেগে থাকতে পারে।