নিজস্ব সংবাদদাতাঃ শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে চিকিৎসকদের কপালে। জীবনদায়ী ওষুধ প্রায় শেষ। এই পরিস্থিতিতে চিকিৎসকদের আশঙ্কা, করোনায় যা মৃত্যু হয়েছে, তার চেয়ে বেশি মৃত্যু হতে পারে এই অর্থনৈতিক সংকটের জেরে। স্বাধীনতার পর এতবড় অর্থনৈতিক সংকটে কখনও পড়েনি এই দ্বীপ রাষ্ট্র।