ত্রিপুরায় পুলিশের জালে আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূল অভিযুক্ত

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ত্রিপুরায় পুলিশের জালে আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূল অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি - সোমবার ত্রিপুরার ধর্মনগরে ৩ জনকে রহস্য জনক ভাবে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় পুলিশের।তখনই তাদের আটক করে পুলিশ, জানা গেছে ত্রিপুরার বিলোনিয়া নামক এলাকা থেকে বাংলাদেশের ২ যুবতিকে গুয়াহাটি নিয়ে যাওরার পথে পুলিশের জালে আটক হয় ত্রিপুরার উদয়পুরের এক মহিলা।তার নাম নার্গিস আক্তার।সেই মহিলার দাবি দুই যুবতির বাড়ি ত্রিপুরার বিলোনিয়াতে।এদিকে তাদের কাছ থেকে কোন পরিচয়পত্র পাওয়া যায়নি।কি উদ্দেশ্যে দুই যুবতিকে গুয়াহাটি নিয়ে যাচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে।