নিজস্ব সংবাদদাতা : রাজধানী দিল্লিতে কমছে করোনার দাপট। হাজার হাজার নয়, করোনায় আক্রান্ত হচ্ছেন ১০০-২০০ জন। এমনই তথ্য দিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তিনি বলেন, 'হাসপাতালে ভর্তির সংখ্যাও কমছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বেগের কোনও নতুন রূপ ঘোষণা করেনি তাই উদ্বেগের একটি নতুন রূপ সনাক্ত না হওয়া পর্যন্ত উদ্বেগের কোনও কারণ নেই।'