রাজস্থানের কাছে হেরে কী বললেন লখনৌ-অধিনায়ক?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
রাজস্থানের কাছে হেরে কী বললেন লখনৌ-অধিনায়ক?


নিজস্ব সংবাদদাতাঃ গতকাল ওয়াংখেড়ের বুকে রাজস্থানের কাছে হেরে গিয়েছে লখনৌ সুপার জায়েন্টস। কিন্তু সঞ্জুদের কাছে হেরে গিয়ে সেই হার থেকে অনেক শিক্ষা নিয়েছেন লখনৌ-অধিনায়ক কেএল রাহুল। তিনি বলেন, “আমি আসলে বল’টা দেখতেই পারিনি, ওটা সত‍্যি ভালো ডেলিভারি ছিলো একটা। আমাদের দল খারাপ ব‍্যাটিং, বোলিং দুই বিভাগেই একাধিক অপশন আছে। যখন ২০ রানে ৩ উইকেট পড়ে গেছিলো তখনও জেতার আশাতেই ছিলাম। আজ একটা ভালো পার্টনারশিপের প্রয়োজন ছিলো আমাদের, যেটা আমরা করতে পারিনি।”