নিজস্ব সংবাদদাতাঃ বালিগঞ্জ ও আসানসোলে উপনির্বাচনের আগের দিন ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁর প্রশ্ন, ‘জনপ্রতিনিধি, বিধায়ক, সাংসদ, কাউন্সিলররা বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন। সাধারণ মানুষের সুরক্ষা কোথায়?’ সেই সঙ্গেই রাজ্যের ইমেজ মেকওভারের বার্তা দিয়েছেন জগদীপ ধনকড়।