New Update
/anm-bengali/media/post_banners/FOoPZr7u0ckbh55bf2KI.jpg)
নিজস্ব প্রতিনিধি -ইমরান খানের ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশকে ঘিরে থাকা রাজনৈতিক উন্নয়নের ঘূর্ণিঝড়ের মধ্যেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ঈদ উদযাপনের পর,পরবর্তী মাসে লন্ডন থেকে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।পিএমএল-এনের এক সিনিয়র নেতা একথা বলেছেন।মিয়া জাভেদ লতিফ বলেছেন,পিএমএল-এন সুপ্রিমো এবং তিনবারের প্রধানমন্ত্রী শরীফের প্রত্যাশিত প্রত্যাবর্তনের বিষয়ে জোটের শরীকদের সঙ্গে আলোচনা করা হবে।পানামা পেপারস মামলায় ২০১৭ সালে সুপ্রিম কোর্টের দ্বারা পদ থেকে অপসারণ করা হয় নওয়াজ শরিফকে।তারপর প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার শাসন ব্যবস্থা চালাচ্ছিল।এদিকে লাহোর হাইকোর্ট তাকে (নওয়াজ) তার চিকিৎসার জন্য চার সপ্তাহের বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছিল।২০১৯ সালের নভেম্বরে শরিফ লন্ডন চলে যান।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us