নিজস্ব সংবাদদাতাঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন। অথচ কাকপক্ষী টেরও পেল না। বরিস কার্যত লোকচক্ষুর অন্তরালে সেরে ফেললেন কিয়েভ সফর। কিন্তু কী ভাবে? সেই নিয়ে কৌতূহল যখন দানা বাঁধছিল তখন রহস্য সামনে এল। লন্ডন ফেরার পর জানা গেল, ট্রেনে করে ইউক্রেন গিয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।