নিজস্ব সংবাদদাতাঃ ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনার প্রধান সাক্ষী ও প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের ঝুলন্ত দেহ কয়েকদিন আগে বাড়ি থেকে উদ্ধার হয়েছে। ওই ঘটনায় এবার সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন নিহত কাউন্সিলরের স্ত্রী। আদালত মামলা দায়ের করার অনুমতি দিয়েছে।