New Update
/anm-bengali/media/post_banners/v57BZgBAE5giux1rmpXW.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গতকাল ওয়াংখেড়ের বুকে থেমে গিয়েছে লখনৌয়ের জয়রথ। মাত্র ৪উইকেটে গতকাল হেরে গিয়েছে লখনৌ সুপার জায়েন্টস। লখনৌকে হারানোর পর যুযবেন্দ্র চাহাল বলেন, “আমার পুরানো আমি আবারও ফিরে এসেছে। আমার মনই হচ্ছে আমার মূল শক্তি। আমি যা ঠিক করে নিই তা করেই ছাড়ি। আমি সম্পূর্ণভাবে প্রস্তুত ছিলাম ১-২০ ওভারের মধ্যে যেকোনো সময়ে বল করার জন্য। বিশেষ করে ডি’কক-এর উইকেটটা আমি বেশী উপভোগ করেছি।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us