New Update
/anm-bengali/media/post_banners/JBpe40yvV5HzNVVKdbkS.jpg)
বনমালী ষন্নিগ্রহী, বাঁকুড়াঃ রামনবমীর মিছিল ঘিরে তুলকালাম বাঁকুড়ায়। মিছিলে অংশগ্রহণকারীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় পুলিশের। এদিন বাঁকুড়ার পাঁচবাগা থেকে রামনবমীর শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা বাঁকুড়ার মাচানতলার দিকে এগোতে শুরু করে। এবং পুলিশি ব্যারিকেডের সামনে জোর করে ঢুকতে গেলে পুলিশ এবং জনতার মধ্যে খণ্ডযুদ্ধ বাঁধে। পুলিশ ও জনতার বাদানুবাদে ছড়ায় উত্তেজনা, শুরু হয় ইট বৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে ফাটানো হয় টিয়ার গ্যাসের শেল। ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে দাবী। অন্যদিকে আটক হয়েছেন বেশ কয়েকজন। এলাকায় রয়েছে উত্তেজনা। বাঁকুড়া পুলিশ সুপার ধৃতিমান সরকারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এলাকায় মোতায়েন রয়েছে বলে জানা গেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us