New Update
/anm-bengali/media/post_banners/zCjErkLPMeZk6FoeU7ar.jpg)
নিজস্ব প্রতিনিধি -ছবি মুক্তির আগে থেকেই দর্শকমহলে ছবিটি নিয়ে বিশাল উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়েছিল।তারপরে ছবি মুক্তির পরেই একের পর এক রেকর্ড তৈরি করছে পরিচালক এসএস রাজামৌলি ছবি 'আরআরআর'। ছবি মুক্তির ১৬ দিনের মধ্যেই গোটা বিশ্বে ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে এই ছবিটি।এর আগে যে দুটি ছবি রেকর্ড করেছিল তার মধ্যে হল আমির খানের 'দঙ্গল' এবং রাজামৌলির 'বাহুবলী টু'।ইতিমধ্যেই 'বজরঙ্গী ভাইজান' এবং 'সিক্রেট সুপারস্টার' 'পিকে' কে পিছনে ফেলে 'আরআরআর' তৃতীয় সর্বোচ্চ আয়করী ছবিতে পা দিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us