New Update
/anm-bengali/media/post_banners/EqTcN4MzinotvjJbSexX.jpg)
নিজস্ব প্রতিনিধি -আজ ত্রিপুরার সদর মহকুমাশাসকের কার্যায়ের উদ্যোগে মেগা রক্তদান, বেটি বাঁচাও-বেটি পড়াও, অন্ন যোজনা ও পিডিএস, সড়ক সুরক্ষা ও নেশামুক্ত ত্রিপুরা শীর্ষক এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তার উদ্দেশ্যেই নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিপ্লব এবং লেখেন,"নেশার প্রবেশদ্বারের অপবাদ মুক্ত হয়ে, বর্তমানে বাণিজ্যিক গেটওয়েতে রূপান্তরিত হয়েছে ত্রিপুরাl বিশেষজ্ঞদের পরামর্শক্রমে অত্যাধুনিক বিজ্ঞানসম্মত পন্থায় দুর্ঘটনা হ্রাসে সফল রূপায়নের পাশাপাশি লাগাম টানা সম্ভব হয়েছে দুর্ঘটনার পরিসংখ্যানে।মোদীজির আন্তরিক দৃষ্টির ফলে যোগাযোগের নয়া দিগন্ত ও ত্রিপুরায় সর্বাঙ্গীন বিকাশ সাধিত হচ্ছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us