​নিজস্ব সংবাদদাতাঃ এফআইএইচ প্রো হকি লিগে হারলো ভারত। প্রথম লেগে ভারতীয় মহিলা দল ২-১ গোলে জিতেছিল। এবার নেদারল্যান্ডের বিরুদ্ধে ১-৩ গোলে হেরে গেল ভারত। দলের কোচ জ্যানেকি স্কোপম্যান বলেন, “আমার মনে হয় আমরা ভালোই খেলেছি। প্রথম তিনটে কোয়ার্টারে দলের খেলোয়াড়দের ওপর চাপ ছিল। কিন্তু আমরা অনেক বেশি ভালো ফলাফল করতে পারতাম।”