দিগবিজয় মাহালিঃমেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে, ঘাটাল রামনবমী কমিটির পক্ষ থেকে পালন করা হচ্ছে রামনবমী। ঘাটাল শহরের কলেজমোড় এলাকায়, বিদ্যাসাগর স্কুল মাঠে শ্রীরাম নবমী উপলক্ষে বাইক নিয়ে উপস্থিত হয় রাম ভক্তরা। শতাধিক বাইক অংশগ্রহণ করে রামনবমী উপলক্ষে এই বাইক র্যালিতে। ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে বাইক র্যালিটি ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠ থেকে শুরু হয় বিদ্যাসাগর সেতু পেরিয়ে সেন্ট্রাল বাস স্ট্যান্ড, বিবেকানন্দ মোড় হয়ে বরদা চৌকান থেকে আবার ফিরে আসে বিদ্যাসাগর স্কুল মাঠে। রামনবমী উপলক্ষে রামের পুজো ও প্রসাদ বিতরণের ব্যবস্থা করেন ঘাটাল রাম নবমী কমিটির সদস্যরা।