​
নিজস্ব সংবাদদাতাঃ সালটা ২০১৩। তখন মুম্বই ইন্ডিয়ান্সে খেলতে গিয়ে একবার প্রাণ সংশয় হয়ে গিয়েছিল যুযবেন্দ্র চাহালের। জানা যায় তার এক সতীর্থ মদ্যপ অবস্থায় তাঁকে ১৫ তলার বারান্দা থেকে ঝুলিয়ে রেখেছিল। এই ঘটনার কথা মনে করে প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী বলেন, “বিষয়টি হাসির ব্যাপার নয় মোটেই। আমি জানি না, কে এই ঘটনার সঙ্গে জড়িত। নিশ্চিত সে দিন সংশ্লিষ্ট ক্রিকেটার বেহুঁশ ছিল। যদি তা-ই হয়ে থাকে, সেটি চিন্তার বিষয় তো বটেই।”