নিজের সাফল্যের কৃতিত্ব মাকে দিলেন সোনু

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নিজের সাফল্যের কৃতিত্ব মাকে দিলেন সোনু

নিজস্ব প্রতিনিধি -অভিনেতা সোনু সুদ শনিবার তার ইনস্টাগ্রাম ফিডে তার ছবির সাথে একটি বিমানের ভিডিও শেয়ার করেছেন।ক্লিপটি শেয়ার করে, সোনু তার সাফল্যের কৃতিত্ব তার মায়ের আশীর্বাদকে দিয়েছেন।গত বছর কোভিড এর সময় সোনুর মানবিক কাজের জন্য সম্মানিত করে স্পাইসজেট এবোয়িং ৭৩৭ বিমানে অভিনেতার ছবি রাখা হয়েছিল।এক ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এবং সেখানে সোনু লিখেছেন, "বাস মা কি দুয়া কা আসর হ্যায়। আসলি উড়ান আভি বাকি হ্যায় (এই সব হচ্ছে আমার মায়ের আশীর্বাদ। আসল ওড়া এখনো বাকি আছে)।" সোনুর ছবির পাশাপাশি প্লেনেও লেখা ছিল ‘এ স্যালুট টু দ্য সেভিয়ার সোনু সুদ’। এদিকে নিজের টুইটারেও সেই ছবি ভাগ করেছেন তিনি।