‘জিরো কোভিড’ নীতির চাপে পিষছে সাংহাই

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
‘জিরো কোভিড’ নীতির চাপে পিষছে সাংহাই


নিজস্ব সংবাদদাতাঃ করোনা অতিমারি শুরুর পর থেকে সবচেয়ে ভয়ানক কোভিড ঢেউ আছড়ে পড়েছে চিনের উপর। চিনের ‘জিরো কোভিড’ নীতির চাপে পিষে যাচ্ছে সাংহাই। ইতিমধ্যেই সংক্রমণ ঠেকাতে কঠোর লকডাউন জারি রয়েছে এই শহরে। এই আবহে কঠোর লকডাউনের তৃতীয় দিনে নাভিশ্বাস উঠেছে সাংহাইবাসীর। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, খাবার ও ওষুধের মতো মৌলিক সামগ্রীর জন্য হাহাকার দেখা দিয়েছে সাংহাইবাসীদের মধ্য।