/anm-bengali/media/post_banners/1UBd42yRbqo0H96TYGWg.jpg)
রাহুল পাসোয়ান, আসানসোলঃ আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর সমর্থনে শিল্পাঞ্চলের ঊষা গ্রাম থেকে রোড শো করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী, সাথে ছিলেন প্রার্থী শত্রুঘ্ন সিনহা, স্ত্রী পুনম সিনহা, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। এই মিছিলটি গির্জা মোড়ে গিয়ে শেষ হয়, মিছিল শেষে আসানসোলবাসীর উদ্দেশ্য বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক। মঞ্চ থেকে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী অভিষেক রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়লেন বিজেপিকে। প্রতিদিনই বাড়ছে পেট্রল ও ডিজেলের দাম। রান্নার গ্যাসের দামও ঊর্ধ্বমুখী। সবজি, ফল কিনতে গিয়ে পকেটে টান গৃহস্থের। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে ইতিমধ্যেই বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এ বিষয়ে একটি শব্দও খরচ করেনি কেন্দ্র। তাই কেন্দ্র সরকারকেই বারবার দুষছে রাজ্যের শাসকদল তৃণমূল। আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে প্রচারে বেরিয়েও সেই একই সুরে কেন্দ্রকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বারবার পেট্রল, ডিজেলের দাম বাড়ছে। অথচ সাধারণ মানুষ তার প্রতিবাদ করবে না তা হয় না। এবার ভোট টু ইলেক্ট নয়। এবার ভোট টু প্রটেস্ট।” আগামী ১২ এপ্রিলের নির্বাচনে বিজেপিকে উৎখাত করার ডাক দেন অভিষেক। অভিষেক বলেন, “১৬ তারিখ যখন ভোটবাক্স খুলবে, পদ্মফুল চোখে সর্ষেফুল দেখবে। আসানসোলে জোড়াফুল ফুটবে। আসানসোল লোকসভা থেকে আমরা কখনও জিততে পারিনি। তৃণমূল তৈরি হওয়ার পর থেকে সিপিএম জিতেছে। ২০১৪ সালে বিজেপি জিতেছে। ২০১৯ সালেও বিজেপি জিতেছে। ২০২২ সালে সুযোগ এসেছে হাতছাড়া করবেন না। উন্নয়ন যাতে বাধা না পায় তাই আসানসোলে জয় সুনিশ্চিত করতে হবে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us