​
নিজস্ব সংবাদদাতাঃ এই মুহূর্তে নাবি মুম্বইয়ের বুকে মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও সানরাইজারস হায়াদ্রাবাদ। ওপেন করতে নেমেছিলেন রুতুরাজ ও রবিন। কিন্তু ওয়াশিংটন সুন্দরের বলের ঘায়ে মাঠ থেকে বিদায় নিলেন রবিন। রবিন-এর বদলে পিচ সামলাতে নেমেছেন মৈইন আলি। এই মুহূর্তে সিএসকে-র ৪১ রানে ২ উইকেট।