রাহুল পাসোয়ান, আসানসোলঃ আসানসোল লোকসভা উপনির্বাচনের আর হাতেগোনা কয়েকটা দিন বাকি। আর সেই মতো সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারে ব্যস্ত। আসানসোল লোকসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে নির্বাচনী প্রচারে এলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার সালানপুর কালিতলা থেকে ডবর মোড় হয়ে জল ট্যাংকি পর্যন্ত হুড খোলা জিপে চড়ে নির্বাচনী প্রচার সারলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।