New Update
/anm-bengali/media/post_banners/QJ20MoGbPOKdLcQrAKHH.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আর্থিক অনটন। তার জেরে ব্যবসায় মন্দা। মানসিক অবসাদ গ্রাস করেছিল তাদের। আর তার জেরে বরানগরে ‘আত্মঘাতী’ লিভ ইন পার্টনার। উত্তর ২৪ পরগনার বরানগরের ২৮ নম্বর ওয়ার্ড নিয়োগী পাড়ার বাসিন্দা দেবকৃষ্ণ বসু এবং অর্চনা সিনহা। দীর্ঘদিন ধরে লিভ ইন করতেন তাঁরা। শনিবার সকালে তাঁদের দেহ উদ্ধার হয়। আবাসনের ঘরের ভিতর থেকে নিথর অবস্থায় পড়েছিলেন দু’জনে। স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে বরানগর থানার পুলিশ। তদন্তকারীদের দাবি, ব্যবসাজনিত কারণে প্রচুর দেনা হয়ে গিয়েছিল দেবকৃষ্ণ বসুর। তার জেরেই স্ত্রীকে বিষ খাইয়ে আত্মঘাতী হন ওই ব্যক্তি। তাঁদের দেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে বরানগর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us