লিগ তালিকার কত নম্বরে আছে কেকেআর?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
লিগ তালিকার কত নম্বরে আছে কেকেআর?

​নিজস্ব সংবাদদাতাঃ ১৫তম আইপিএল পুরোদমে চলছে মুম্বইয়ের বুকে। এবারের আইপিএল-এ ৮টা দল নয় ১০টা দল খেলছে। আর আইপিএল লিগ তালিকা অনুযায়ী এখনও পর্যন্ত কলকাতা খেলেছে ৪টে ম্যাচ। জয়ই হয়েছে ৩টে ম্যাচে। আর হেরে গিয়েছে ১টা ম্যাচ। কলকাতার ঝুলিতে রয়েছে মোট ৬ পয়েন্ট। এই মুহূর্তে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে বিরাজ করছে কেকেআর।