প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে বিরোধীরা!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে বিরোধীরা!



নিজস্ব সংবাদদাতা : সরকার যদি সমস্যা সমাধানে ব্যর্থ হয় তবে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়ার সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা ঘোষণা করল শ্রীলঙ্কার প্রধান বিরোধী দল সামাগি জনা বালওয়েগায়া (এসজেবি)। শ্রীলঙ্কা একটি গুরুতর অর্থনৈতিক সঙ্কটের সঙ্গে লড়াই করছে যেখানে খাদ্য ও জ্বালানীর ঘাটতি বিপুল সংখ্যক মানুষকে প্রভাবিত করছে। দেশজুড়ে চলছে বিক্ষোভ-প্রতিবাদ। দাবি উঠছে সরকারের পদত্যাগের।বিরোধীদলীয় নেতা সজিথ প্রেমাদাসা সংসদে বলেছেন, "রাজাপক্ষের পদত্যাগের জন্য জনগণের দাবির প্রতি সরকারকে অবশ্যই মনোযোগ দিতে হবে, যদি তা না হয় তবে আমরা একটি অনাস্থা প্রস্তাব আনব।" মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এসজেবি ইতিমধ্যেই অনাস্থা প্রস্তাবের জন্য সাংসদের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করতে শুরু করেছে।