New Update
/anm-bengali/media/post_banners/RywFchNskxx2sXe3xLM5.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার ধাক্কা খেল আম আদমি পার্টি। শনিবার আম আদমি পার্টির হিমাচল প্রদেশের সভাপতি অনুপ কেশরী, সংগঠনের সাধারণ সম্পাদক সতীশ ঠাকুর এবং উনা সভাপতি ইকবাল সিং বিজেপিতে যোগ দেন। এদিন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে এই তিন নেতাকে দলে অন্তর্ভুক্ত করিয়েছেন। সম্প্রতি হিমাচল প্রদেশে মান্ডিতে রোড শো করে আম আদমি পার্টি। বিশিষ্ট মহল দাবি করছিল যে এবার হয়তো কেজরির দল বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলবে। যদিও সেই সম্ভাবনাকে কার্যত উড়িয়ে আপকে ধাক্কা দিয়ে বিজেপিতে যোগ দিলেন তিন হেভিওয়েট।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us