জল কষ্টে ভুগছে পুড়িয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
জল কষ্টে ভুগছে পুড়িয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়াঃ  দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে, পুড়িয়ারা প্রাথমিক বিদ্যালয়ের টিউকলটি। প্রখর গ্রীষ্মে স্কুলপড়ুয়াদের পানীয় জলের জন্য হাহাকার লেগে থাকে। স্কুলের মিড ডে মিল রান্না করার ক্ষেত্রেও স্বনির্ভর দলের মহিলাদের বহুদূর থেকে রান্নার ব্যবহৃত জল নিয়ে আসতে হয়। ফলে সময় অপচয় হওয়ার কারণে সময়মতো ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলের খাবারের পরিষেবা দিতে প্রায়দিনই দেরি হয়ে যায়। এই বিষয়ে পুড়িয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অংশুমান লায়েক জানান, ঢেলাতবামু গ্রাম পঞ্চায়েত, বরাবাজার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং পুরুলিয়া জেলা শাসকের নিকটে বিষয়টির সম্পর্কে জানিয়েও কোনও লাভ হয়নি।  প্রখর গ্রীষ্মে পানীয় জলের সংকটকে ঘিরে দিন কাটছে স্কুল ছাত্র-ছাত্রীদের।